lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
Last Updated 2023-02-09T15:47:53Z
আইন ও অপরাধ

আদমদীঘিতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় অভিমানে গলায় ফাঁস

Advertisement


 

হেদায়তুল নয়ন,স্টাফ রিপোর্টারঃ- বগুড়ার আদমদীঘিতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে রানী আক্তার (২৬) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন পুলিশ।রানী উপজেলার শিবপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ বছর আগে রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের আব্দুর রাহিমের সাথে রানী আক্তারের বিয়ে হয়। জীবিকার তাগিদে তাদের তিন বছর বয়সী একটি ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় গার্মেন্টসে যান। কিছুদিন পর সেখানে এক নারী গার্মেন্টস কর্মীকে বিয়ে করেন। এ খবর পেয়ে মানসিকভাবে রাণী ভেঙে পড়েন। এরপর গত ৪ ফেব্রুয়ারী রানী তার ছেলে সন্তানকে সঙ্গে নিয়ে তার বাবার বাড়ি উপজেলার শিবপুর গ্রামে চলে আসেন।


বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর কর্মস্থল ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু ওই দিন সকালেই তিনি স্বামীর সাথে মুঠোফোনে কথা কাটাকাটি হয়। স্বামীর ওপর অভিমান করে দুপুরের দিকে তিনি বাবার বাড়ির দোতলা ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। 


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।