Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) গ্রামীন জনপদে বসেছিল কুরআনের পাখিদের পবিত্র আসর। সদ্য পাশ করা কুরআনে হাফিজরা ছিলেন এ মজলিসের মধ্যমনি। সম্মানিত হাফেজদের বিরল এই সম্মিলন সুন্দরতম মিলন মেলায় পরিনত হয়। তাদের কলকাকলীতে গুঞ্জরিত হয়ে উঠে নিভৃত পল্লী। স্যলুট, সম্মান ও ভালোবাসায় সিক্ত হন তারা। বিনম্র শ্রদ্ধাসহ সম্মাননা তুলে দেয়া হয় তাদের পবিত্র হাতে।
মূলত: এটি কুরআনে হাফিজদের সংবর্ধনা অনুষ্ঠান। দ্বীনের খেদমতে নিবেদিত 'তানযিমুল হুফ্ফাজ' নামের সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। দোয়ারাবাজার উপজেলাধীন স্থানীয় নেতরছই হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ছয়টি হাফেজি মাদরাসার ছয়জন ওস্তাজ ও নব্বই জন সদ্য পাশ করা কুরআনে হাফিজকে সম্মাননা প্রদান করা হয়।
অন্তরে হৃদয়ে বুকে ও মননে মহাগ্রন্থ আল কুরআন ধারক এবং আল্লাহর পরিজন হাফেজদের সম্মান জানাতে ছুটে আসেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুস, দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আয়োজক সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা সাদিক সলিম, হাজী করম আলী, নসকস সভাপতি শফিকুল ইসলাম, লাইফ শেয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি ফখর উদ্দীন,মাহফুজুর রহমান মাহদি প্রমুখ।
তারা কুরআনে হাফেজদের হৃদয়জ শ্রদ্ধা ও অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সম্মানিত কুরআনে হাফেজগণ সুন্দর ও কাংখিত সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই তারা কুরআনের রাজ কায়েমে কুরআনের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সম্মিলিতভাবে নিরন্তর কাজ করার ঔদাত্ত আহবান জানান।
হাফেজ আশরাফুল ইসলাম আতিকের প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাহফুজুর রহমান মাহদী। এতে সভাপতিত্ব করেন শায়েখ মাওলানা আব্দুস সালাম।
শামিম খানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে ইসলামি সংগিত পরিবেশন করেন হাফেজ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে মারকাজুল কোরআন মাদরাসা, আননূর তাহফিজুল ক্বোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা, নেতরছই হাফিজিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা, শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদরাসা, নরসিংপুর আদর্শ হাফিজিয়া মাদরাসা ও সোনাপুর হাফিজিয়া মাদরাসার ছয়জন ওস্তাজ এবং নব্বইজন সদ্য পাশ করা কুরআনে হাফিজকে সম্মাননা প্রদান করা হয়।