Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
সোনাদিয়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১টি ট্রলারসহ আনুমানিক ৭ মন এর অধিক সামুদ্রিক মাছসহ জেলেদের আটক করেছে কোষ্টগার্ড।
৩'রা মে (শনিবার) সকালে বঙ্গোপসাগরের চর সোনাদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম ফিশিং বোটের মালিক সিরাজ বহদ্দারের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত জাল আগুনে পুড়ানো হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মন্দির ও অসহায় ২০০ পরিবারের লোকজনের মাঝে বিতরণ করেন।
পরে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরবেনা মর্মে মুচলেখা দিলে ট্রলারসহ জেলেদের ছেড়ে দেয়া হয়।
মৎস্য সম্পদ রক্ষায় অক্লান্ত পরিশ্রম করেছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাহাদুল ইসলাম তিনি জানান, মৎস্য সম্পদ রক্ষা করতে তিনি একাই কাজ করেননি, বরং সংশ্লিষ্ট সকল বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেছেন। অভিযান চলাকালীন, তিনি অবৈধভাবে মৎস্য শিকার রোধে যথেষ্ট সফলতা অর্জন করেছেন।