Advertisement
বাঘা (রাজশাহী)প্রতিনিধি: বাঘা মডেল প্রেসক্লাবের মাসিক মিটিং শনিবার (৩ মে) ১১.৩০ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি (শাহানুর আলম বাবু)এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।এ সভায় ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভায় গত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামীর পরিকল্পনা নির্ধারণ করা হয়। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য সংগ্রহের নীতিমালা, এবং সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রচার সম্পাদক সম্পাদক ইলিয়াস আহমেদ মাসিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সমস্যা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, গণমাধ্যমে বাঘা উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়াও সভায় সিদ্ধান্ত হয় যে, প্রতি মাসে একজন করে সদস্যকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে এবং ক্লাবের কার্যক্রমকে আরও সক্রিয় ও পেশাদার করার লক্ষ্যে সদস্যদের মাঝে দায়িত্ব বণ্টন করা হবে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মিটিংয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সদস্য সৌমেন মন্ডল।