lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-23T08:25:01Z
শীতবস্ত্র বিতরণ

শীতার্ত দরিদ্র ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর কম্বল বিতরণ করলেন ইউএনও

Advertisement

 



ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শীতার্ত দরিদ্র ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন।


রোববার (২২ জানুয়ারি) রাতে ঘুরে ঘুরে উপজেলার সাতৈর ইউনিয়নের আরাজি শিবানন্দপুর, শিবানন্দপুর এবং ওই ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের ঘর সমূহের বাসিন্দাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।


এছাড়া বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে এবং একই ইউনিয়নের সোতাশী গ্রামের সোতাশী মারকাজ মাদ্রাসার এতিমদের মাঝেও কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।


কম্বল বিতরণকালে অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান মৃধা, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন প্রমুখ।