lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-23T09:30:02Z
জেলার সংবাদ

২৫ শে জানুয়ারী বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন"নেতাকর্মীরা উজ্জিবিত

Advertisement

 


সূর্য্য চক্রবর্তী,(বাগেরহাট) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন কে ঘিরে  দলীয় কার্যক্রম বেগবান করতে বাগেরহাট জেলায় দীর্ঘ ১৭ বছর পরে বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেগে আগামী ২৫ জানুয়ারী বুধবার বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সুত্রে জানা যায় দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষে এবারের  সম্মেলন ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি পাবে বাগেরহাট জেলা যুবলীগ, এটাই বাগেরহাটে সর্বকালের সেরা সম্মেলন হবে বলে জানিয়েছেন জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

উক্ত সম্মেলন বাস্তবায়ন করতে ইতিমধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বর্ধিত সভা শেষ করছে জেলার সকল ইউনিটের নেতাকর্মীরা।

এবারের সম্মেলনে জেলা আহবায়ক কমিটির ৩১ জন এবং  উপজেলা পদ মর্যাদার ১০টি সাংগঠনিক ইউনিটের ২৫০ জন কাউন্সিলর অংশগ্রহন করবেন।

ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশে পদপ্রত্যাশীরা জীবন বৃত্তান্ত পাঠানো সম্পুর্ণ করেছে কেন্দ্রীয় কমিটির কাছে। দীর্ঘদিন পরে সম্মেলন হওয়ায় আরও বেশি উজ্জিবিত হয়ে উঠেছে তৃনমূলের নেতাকর্মীরা।

উক্ত সম্মেলনে প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস পরশ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন আহমেদ,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক,এস এম কামাল,বাগেরহাট-৩ আসনের সাংসদ বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সাংসদ এ্যাড. আমিরুল আলম মিলন,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. হেমায়েত উদ্দিন ভুঁইয়া,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত পাল প্রমূখ।

বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন বলেন,এবারের সম্মেলন কে ঘিরে আমরা পূর্নাঙ্গ কমিটি পাচ্ছি এতে নেতাকর্মীরা উজ্জিবিত। এই সম্মেলনকে সফল করতে আমরা সব সময় বদ্ধপরিকর। তাই সম্মেলন সফল করার লক্ষে সব ধরণের চেষ্টা করছি।আশা করছি সম্মেলনে নেতাকর্মীরা সতস্ফুর্তভাবে অংশগ্রহন করবে।

সম্মেলন প্রচার উপকমিটির আহবায়ক মীর জায়েসী আশরাফী জেমস বলেন সম্মেলন কে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি প্রায় সম্পর্ণ করেছি। সম্মেলন কে ঘিরে কেন্দ্রীয় নেতাকর্মীরা ইতিমধ্যে পর্যবেক্ষন করেছে। তাছারা সম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্য আমরা নিরালস ভাবে কাজ করে যাচ্ছি।