lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-01T15:01:22Z
শিক্ষা

ইকরা একাডেমির "শুভ উদ্ভোদন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Advertisement


 

 মোঃ মিজানুর রহমান, খুলনাঃ-খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত ইকরা একাডেমি (বাইনতলা বাজার-খুলনা) এর"শুভ উদ্ভোদন ও দোয়া অনুষ্ঠান''সম্পন্ন হয়েছে। 


মোঃ মাওলানা রবিউল ইসলাম এর পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং আমিরপুর ইউনিয়ন চেয়ারম্যান জি.এম.মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ খলিলুর রহমান সাহেব,  মাওলানা ডাঃ মোঃ আব্দুল কাদের,  মোঃ আঃ খালেক সাহেব, হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, ক্বারী ইমরান হুসাইন সাহেব, মাওলানা মোহাম্মাদুল্লাহ, হাফেজ রফিকুল ইসলাম,  মাওলানা মোঃ খানজাহান আলী সাহেব, মোঃ আকতার শেখ, জনাব মোঃ হায়দার আলী,  মাওলানা মোঃ মুহসিন সাহেব সহ অসংখ্য ওলামায়েকরাম। 


 এ সময় প্রতিষ্ঠান প্রধান সকলের কাছে দোয়া কামনা করে বলেন মহান আল্লাহ তায়ালা যেন আমাকে আল কোরআনের জন্য কবুল করেন।

আমৃত্যূকাল কোরআনেরব খেদমত করতে পারি।