Advertisement
আলমগীর হুসাইন অর্থঃ- পাবনা -০২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু কে পরাজিত করে ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (নাটিয়াবাড়ি) এর ম্যানেজিং কমিটির সভাপতি হলেন জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক। ০৪ জানুয়ারি ( বুধবার) অনুষ্ঠিত নির্বাচনে ৫-৪ ভোটে জয় লাভ করেন তিনি।
ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আবু বক্কার সিদ্দিক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদের ভোট অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি নির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ মানিক কে অভিনন্দন জানান।
ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনের দ্বায়িত্বরত কর্মকর্তা ও বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন বলেন, অত্যান্ত সুন্দর ও স্বচ্ছভাবে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মানিক নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার আজিজুল হক আরজু কে ৫-৪ ভোটে পরাজিত করে পুনরায় সভাপতি নির্বাচিত হয়।
নির্বাচনে জয়যুক্ত হয়ে আবুল কালাম আজাদ মানিক আল্লাহ তায়ালার প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জানান। সেই তিনি সকল ভোটার কে বিশেষ ভাবে ধন্যবাদ প্রদান করেন তাকে জয়যুক্ত করার জন্য।
উল্লেখ্য, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি পদের ০৯ জন ভোটার হলেনঃ- শিক্ষক প্রতিনিধি ০৩ জন, দাতা সদস্য ০১ জন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার নির্বাচিত অবিভাবক সদস্য ০৫ জন।


