Advertisement
সূর্য্য চক্রবর্তী,(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে জেলা যুবলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
২৫ জানুয়ারী(বুধবার) বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সরদার নাসির উদ্দীনকে সভাপতি এবং মীর জায়েসী আশরাফী জেমসকে সাধারণ সম্পাদক ও ফারুক তালুকদার,লিটন সরকারকে সহ-সভাপতি,মো. শাহনেওয়াজ মোল্যা দোলনকে যুগ্ম-সম্পাদক করে নাম উল্লেখ্য করে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল নতুন কমিটির নাম ঘোষণা করে।আগামী ৩ বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করতে দেওয়া হয়।
এছাড়া কমিটিকে আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বাগেরহাট ১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন আহমেদ,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন এমপি,বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মাঈনুল হোসেন খান নিখিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ ড. শামীম আল আহসান সোহাগ প্রমুখ।