lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-25T16:35:58Z
জাতীয়

পঞ্চগড়ে বিলুপ্তির পথে নদীর সুস্বাদু মাছ!

Advertisement


 

আছমা আক্তার আখি, পঞ্চগড় প্রতিনিধিঃ-পঞ্চগড়ের  করতোয়া নদী থেকে হারিয়ে যাচ্ছে সুস্বাদু বিভিন্ন প্রকার মাছ। এক সময় করতোয়া নদীর উপর দিয়ে বেয়ে যাওয়া লোহার ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে  ঝাকে ঝাকে দেখা যেত রকমারি মাছ।


আইর মাছ,টোনা মাছ, রাইচেং মাছ, উটটা মাছ,ভাংনা মাছ, বাঁশপাতাড়ি মাছ, ভোঁদড় মাছ, চ্যাগবেগা মাছ, কালবাউশ মাছ, বাগাইর মাছ, বোয়াল মাছ,গজার মাছ সহ নাম না জানা অনেক সুস্বাদু মাছ আজ বিলুপ্তির পথে। 


এসব মাছ বিলুপ্তি হওয়ার কারণ  মানুষের অসাবধানতা, জমিতে  কীটনাশক প্রয়োগ, বর্ষাকালে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ নিধন, ডিম পাড়া মা মাছ নিধন সহ সরকারি আইন অমান্য করে জেলেদের মাছ নিধন।যেকারণে দেশীয় মাছ এখন বিলুপ্তির পথে।  


এছাড়াও নদী থেকে অবৈধ ভাবে পাথর বালু উত্তোলন এর কারনে নদীর নাব্যতা হরণ হওয়ায় এসব সুস্বাদু মাছ থেকে আমরা বঞ্চিত হচ্ছি।


এক সময় পঞ্চগড়ের করতোয়া নদীতে চৈত্র  বা বৈশাখ মাসে যেখানে সবাই সাতার কাটতো এখন সেখানে  হাটু পানিও নেই।  নানাবিধ অনিয়মের কারণে পঞ্চগড়ের করতোয়া নদী এখন দ্বীপে পরিণত হয়েছে।