Advertisement
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল [বিপিএম (বার), পিপিএম (বার) ] এর নির্দেশক্রমে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
তারই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)/মোঃ ওয়াদুদ আলী (পিপিএম) এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২৪শে জানুয়ারি রাত ১০ টা ৩০ মিনিটে সলঙ্গা থানাধীন হাটিপাড়া পশ্চিমপাড়াস্থ মোছাঃ আসমা খাতুন(৪৮), পিতা-মোঃ আছির উদ্দিন সেখ, স্বামী-মোঃ শাহিন এর বসত বাড়ীর টিনের ঘরের ভিতর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ অভিযানে মোছাঃ আসমা খাতুন(৪৮), পিতা-মোঃ আছির উদ্দিন সেখ, স্বামী-মোঃ শাহিন, সাং-হাটিপাড়া পশ্চিমপাড়া, থানা-সলঙ্গা ও জেলা-সিরাজগঞ্জ কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী আসনার হেফাজত থেকে ০১ কেজি গাঁজা উদ্ধার পুর্বক জব্দ করে ডিবি পুলিশ।
এ বিষয়ে সলংগা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামী’কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যম কে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা ডিবি ওসি রওশন আলী।