lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-25T16:18:42Z
অপরাধআইন শৃঙ্খলাআইন-আদালত

বগুড়ায় লাখ টাকার জাল নোটসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার ২

Advertisement


 

মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ১ লাখ টাকার জাল নোটসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। গ্রেফতারকৃত দুইজন হলো- গাবতলির সন্ধ্যাবাড়ি মধ্যপাড়ার আবুল কাশেমের ছেলে শহীদ (৩৭) এবং একই উপজেলার জয়ভোগা উত্তরপাড়ার রফিকুল ইসলামের ছেলে সাজু ওরফে সুজা (৩৭)। 


২৫ জানুয়ারী বুধবার ডিবি পুলেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলার গাবতলী উপজেলার সন্ধ্যাবাড়ি মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জেলার গাবতলী উপজেলায় জাল নোটের কারবার হচ্ছে। তখন বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে তাদের একটি টিম অভিযানকালে ১ লাখ টাকার জাল নোটসহ ওই দুইজনকে আটক করা হয়। 



বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেফতার হওয়া আসামীদের মধ্যে এর আগেও শহিদের নামে ১ টি ও সাজুর বিরুদ্ধে ২ টি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।