lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-31T05:37:32Z
জেলার সংবাদ

সালথায় পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে জরিমানা

Advertisement

 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় মৎস্য ও পশুখাদ্য  আইন ২০১০ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট চালিয়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া মাছবাজার সংলগ্নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় চালের দোকানে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির অপরাধে মজুন মাতুব্বর (৫৫) কে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়  জানান, মৎস্য ও পশুখাদ্য  আইন ২০১০ এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বালিয়া মাছবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মজনু মাতুব্বর নামের এক ব্যবসায়ীর চালের দোকানে পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী জানান, মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী জানান, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ মোতাবেক লাইসেন্সবিহীন মৎস ও পশুখাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অপরাধ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।