Advertisement
ভোলা প্রতিনিধিঃ- দৈনিক আজকের দর্পণ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি আহসান, ভোলার লালমোহন থানায় তথ্য সংগ্রহ করতে এসে ক্যামেরায় ফুটেজ ও ছবি তুলতে গেলে লালমোহন থানার ওসি মাহবুবুর রহমান বাধা দেন, তখন তাকে গণমাধ্যম কর্মী পরিচয় দিলে দৈনিক আজকের দর্পণ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি আহসানকে অকথ্য বাসায় গালিগালাজ হেনস্থা ও গ্রেফতারের হুমকি দেন।
তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে, তিনি এ প্রতিবেদককে জানান আপনি জানিয়েছেন আমি জানলাম বলে দুঃখ প্রকাশ করেন।
এদিকে ভুক্তভোগী গণমাধ্যম কর্মী আহসান জানান ভোলা থেকে আমি অন্য একটি কাজে লালমোহন এল জি আর ডি অফিসে যাচ্ছিলাম পরবর্তীতে লালমোহনের স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিকট থেকে জানতে পারি ৩০-০১-২৩ ইং তারিখ এগারো ঘটিকায় লালমোহনের একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে নারী কেলেঙ্কারির ঘটনায় চারজন আসামি গ্রেফতার করা হয়েছে।
উক্ত বিষয় সংবাদ প্রকাশ করার জন্য ওসির সাথে দেখা করে কুশলাদি বিনিময়ের একপর্যায় আসামী দের ছবি তুলতে ও ভিডিও করার অনুমতি চাইলে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে আমাকে অশ্রাব্য ও বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলেন তুই এখনি থানা থেকে বেড় হয়ে যা অন্যথায় তোকে গ্রেফতার করব বলে থানায় উপস্থিত কনস্টেবল ও এস আই দের নির্দেশ দেন আমাকে বেড় করে দিতে।
বিষয় টি ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম কে ফোনে না পেয়ে ডি আইজি বরিশাল রেঞ্জ এস এম আখতারুজ্জামান কে অবহিত করলে তিনি তার অফিস সহকারি মাধ্যমে পুরো ঘটনাটা শুনেন এবং ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
এই বিষয় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান কে আহসানের সহকারি মোঃ বাবুল রানা মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে সাংবাদিক পরিচয় পেয়ে কল কেটে দেন। পরবর্তীতে কল ব্যাক করে আহসান এর ফোন নাম্বার চান, নাম্বার দিলে তাকে ফোন করে দুঃখ প্রকাশ করে থানায় চায়ের দাওয়াত দেন।
ওসি মাহবুবুর রহমান দ্বারা সাংবাদিক কে হেনস্থা ও গ্রেফতারের হুমকির বিষয়টি শুনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভোলা জেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক সামস উল আলম মিঠু এবং ভোলার বানী পত্রিকার সম্পাধক জনাব মাকসুদ রহমান সহ ভোলার সাংবাদিক সমাজ। এই কুখ্যাত ওসির শাস্তি দাবি করছেন সংশ্লিষ্টরা।