lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-26T14:25:47Z
দুর্ঘটনা

বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে এক শ্রমিকের মৃ ত্যু

Advertisement

 

মোঃ ফরহাদ হোসেন,বগুড়া প্রতিনিধিঃ 

বগুড়ার জলেশ্বরীতলায় নির্মাণাধীন ভবনের বিম ভেঙে মাথায় পড়ে শংকর(৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার বিশ্বনাথের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহিনুজ্জামান। ইন্সপেক্টর শাহিনুজ্জামান বলেন, বগুড়ার অন্যতম বাণিজ্যিক এলাকায় বেসিক রিয়েল স্টেটের বগুড়া সিটির সাততলা নির্মাণাধীন ভবনের নিচ তলায় কাজ চলছিল। নিচতলায় শ্রমিকেরা দেয়াল ভাঙ্গার এক পর্যায়ে বিম ভেঙ্গে পড়ে। এসময় সেই বিম শ্রমিক শংকরের মাথার উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।