lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-26T13:47:08Z
শিক্ষা

ঝালকাঠিতে ৬৮ জন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

Advertisement


 

আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে নব নিয়োগপ্রাপ্ত ৬৮ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রাথমিক শিক্ষক সমিতি ভবনের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষক সহকারী সমিতি  (রেজিঃ নং ১২০৬৮) এ আয়োজন করেন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া) সার্কেল মো. মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা আরজুদা বেগম, মো. রিয়াজ আহসান, ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষক সহকারী সমিতি সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম। 


অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বাসার তালুকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবাশ্বের হোসেন টিটু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোজাদ্দেদ বিল্লাহ।