lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-01T10:51:24Z
রাজনীতি

পলাশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Advertisement


 


হাজী জাহিদঃ- বাংলাদেশ জাতীয়াবাদী ছাত্রদলের গৌরবময় ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ন্যাঢ আনন্দ  র‍্যালীর   আয়োজন করা হয় ১লা জানুয়ারি ২০২৩,

এই বর্ন্যাঢ র‍্যালীর আয়োজনে 

পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল এর নেতৃত্বে  মোঃ ওমর ফারুক অপু, ইঞ্জিনিয়ার সাজন আহম্মেদ, জহিরুল ইসলাম রিকন, ইমরুল কায়েস রিয়াদ, আজহার, ফজলে রাফি,সহ শতাধিক নেতাকর্মী ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃ বৃন্দঘন ও সমর্থকদের সমাগমের মধ্যো দিয়ে এই বর্ন্যাঢ 

 আনন্দ র‍্যালী  আলোচনার   আয়োজন করা হয়, এই আলোচনায় বাংলাদেশের  অস্থীতি শীল প্রেক্ষাপট সাধারণ মানুষকে হয়রানি গুম খুন বিএনপির কেন্দ্রীয় নেতৃ বৃন্দদের উপর গাইবী মামলা হামলা ও বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে গনতন্ত্র বলতে কিছু নেই বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ মিথ্যা বানোয়াট মামলায় অভিযুক্ত হয়ে জেলে আছেন, ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি চেয়ে দেশে এখন নৈরাজ্য অস্থিতীসিল  চলছে মানুষ না খেয়ে মারা যাচ্ছে ও  দ্রব্য মূল্য বৃদ্ধি এসব নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন নেতা কর্মী ,  বিএনপি স্থাই কমিটির সদস্য সাবেক সফল মন্ত্রী  ড, আব্দুল মইন খান এমপি স্যার এর নির্দেশনায়  পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু হয়ে  ওয়াপদা গেইট হয়ে পলাশ বাজার প্রধক্ষীন করে পলাশ সকাল সন্ধ্যা সুপার মার্কেট ও জলসা মার্কেট হয়ে ওয়াবদা গেইট  পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজে এসে শেষ হয়।