lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
Last Updated 2023-01-12T08:18:57Z
জাতীয়শীতবস্ত্র বিতরণ

সুজানগরে এতিম ও দুস্থদের পাশে কামরুজ্জামান উজ্জ্বল

Advertisement


 

সেলিম মোর্শেদ রানাঃ- পাবনা জেলার সুজানগর উপজেলায় গরিব, অসহায়, এতিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন  বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপকমিটির সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জ্বল। 


১১ই জানুয়ারী (বুধবার) পাবনার সুজানগর উপজেলার কয়েকটি  ইউনিয়নের  বিভিন্ন মাদ্রাসায়  শীতবস্ত্র বিতরন করেন তিনি। 


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক কল্লোল, সাবেক পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন তোফা, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মিলন, ভায়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সিদ্দিকুর রহমান, সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সুজানগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  শেখ তুষার আহমেদ সহ  আওয়ামী লীগ,যুবলীগ সহ উপজেলার  বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


 

এ সময় কামরুজ্জামান উজ্জ্বল গণমাধ্যম কে বলেন, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালিফা গ্রামের সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান। আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের সকল দলীয় কাজ নিষ্ঠার সাথে করে আসছি। এই প্রচন্ড শীতে নীজ নির্বাচনী এলাকার  সাধারণ মানুষ ও মাদ্রাসায় শিক্ষারত ছাত্রদের পাশে দাড়িয়ে আমি আনন্দিত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার লক্ষ্যে ও আওয়ামী লীগ কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আগামি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি নিজের সর্বস্ব দিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। এ সময় তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।