lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
Last Updated 2025-11-14T06:20:33Z
কৃষি

রামগড়ে বিনাধান-১৭ সহ ব্রি ধান-৭৫ এর প্রয়োগিক পরীক্ষণে মাঠ দিবস অনুষ্ঠিত

Advertisement


 

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে বিনাধান-১৭ এর সঙ্গে ব্রি ধান- ৭৫ এর প্রয়োগিক পরীক্ষণ মূল্যায়নে প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধা পর্যন্ত রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন থলিবাড়ি এলাকায় “বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্প” এর অর্থায়নে এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট ( বিনা )'র উপকেন্দ্র খাগড়াছড়ির আয়োজন ও রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত বিনাধান ১৭ এর সাথে ব্রি ধান- ৭৫ ধানের প্রয়োগিক পরীক্ষণ মূল্যায়ন প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 


বিনা উপকেন্দ্র খাগড়াছড়ি জেলার বৈজ্ঞানিক কর্মকর্তা অং সিং হ্লা মারমা এর সঞ্চালনায় ও বিনা উপকেন্দ্র খাগড়াছড়ির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রিগ্যান গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ শাহ মুহম্মদ শাখাওয়াত হোসেন। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো.সুমন মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.কে.এম গোলাম সাকলাইন প্রমূখ। 


অতিথিরা তাঁদের বক্তব্যে বিনাধান ১৭ এর সাথে ব্রি ধান- ৭৫ এর প্রয়োগিক চাষাবাদ সম্প্রসারণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় স্থানীয় কৃষকদের মাঝে তুলে ধরেন।


এসময় আরোও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাগন সহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।