Advertisement
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ ব্যাটেলিয়ান১৬ বিজিবি নিতপুর বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন ২টি মহিষ আটক করা হয়েছে।
১৪ নভেম্বর রাত ২টা এস আইপি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/১১ এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বালাশহিদ মাঠে মহিষ দুটি বিচরণ করতে দেখা যায়।
সূত্র জানায়,খবর পেয়ে বিশেষ টহল কমান্ডার জেসিও-১০৭৯৯ নায়েব সুবেদার মোহাম্মদ আলী খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এক বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে মালিক বিহীন মহিষ ০২ টি আটক করেন।
তাদেরকে পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রক্রিয় চলছে।জানা যায়,মহিষ দুটির বর্তমান বাজার মূল্য ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র।


