Advertisement
পাবনা প্রতিনিধি:
সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা -২ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের ভাতিজা এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফার ভাই সহ ৪ জনকে ইয়াবা ও অস্ত্র সহ গ্রেফতার করেছে, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল ও মোঃ রেজিনুর রহমানের তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখা মাদক ও অপরাধ নির্মূলের ধারাবাহিকতায় ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এস আই বেনু রায় ও এস আই অসিত কুমার বসাক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্র সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
বুধবার রাতে পাবনার সুজানগর পৌরসভার মাস্টার পাড়া (মসজিদ পাড়া) এলাকা থেকে ১টি রিভলবার এবং ৩ রাউন্ড কার্তুজ ও ২৩০ পিচ ইয়াবা তাদের কে গ্রেফতার করা হয়েছে।
ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর থানার মসজিদ পাড়ার মৃত হামিদ মোল্লার ছেলে আব্দুল হান্নান (৫০) কে ১টি রিভলবার ও ৩ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়। এছাড়াও ইয়াবা সহ পৌরসভার রাধানগর মহল্লার সাদেক প্রামাণিকের ছেলে এবং উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফার ভাই, উপজেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুল হক বাবু (৪৮), ভবানীপুর মহল্লার সাহাব উদ্দিনের ছেলে এবং সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা -২ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক কেএম হেসাব উদ্দিনের ভাতিজা সাদমান মনোয়ার সাইফ (২০), কালিবাড়ী মহল্লার মুলাম খাঁর ছেলে রাসেল খান (২৭)কে গ্রেফতার করা হয়।
এদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে সুজানগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে জানান,ডিবি পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে।


