Advertisement
সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে পপুলার টি ফ্যাক্টরির নামে একটি চা কারখানার বিরুদ্ধে ৮ হাজার ৬০০ কেজি চায়ের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১১ নভেম্বর) অভিযুক্ত পপুলার টি ফ্যাক্টরি মালিকপক্ষকে পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সার্কেল থেকে চিঠি ইস্যু করা হয়। শুনানিতে অংশ নেওয়ার দিন ধার্য করা হয় ১৮ নভেম্বর। এছাড়া লিখিত জবাব দাখিলের সময় বেঁধে দেওয়া হয় ৩০ নভেম্বর পর্যন্ত।
কাস্টমস সূত্রে জানা যায়, দেবীগঞ্জ সুন্দরবন কুরিয়ারে ১২ বস্তা চা বুকিং দেওয়াকে কেন্দ্র করে এ তদন্ত শুরু হয়। প্রতিটি বস্তায় ছিল ৫০ কেজি করে চা। প্রাথমিক তদন্তে রাজস্ব ফাঁকির তথ্য মিলে বলে জানিয়েছে কাস্টমসের একটি নির্ভরযোগ্য সূত্র।
এর আগে গত ১৬ অক্টোবর কুরিয়ারে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চা বুকিং ও রাজস্ব ফাঁকির অভিযোগে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি তদন্তে নামে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড। পরে বোর্ডের একটি দল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দেবীগঞ্জ এজেন্সি ও পপুলার টি ফ্যাক্টরি পরিদর্শন করে।
তদন্তে দেখা যায়, কুরিয়ার এজেন্সি যে নথি দেখিয়েছে তা বৈধ নয়, আর ফ্যাক্টরি কর্তৃপক্ষও বুকিং দেওয়া চায়ের বিপরীতে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। মূসক-৬.৩ চালান না থাকা এবং ক্রয়-বিক্রয় রেজিস্টারে অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি লিখিতভাবে কাস্টমস ও ভ্যাট বিভাগকে জানায় চা বোর্ড।
এ বিষয়ে পঞ্চগড় কাস্টমস সার্কেলের সহকারী কমিশনার খন্দকার সোলায়মান বলেন, প্রাথমিকভাবে ১২ বস্তা চায়ের রাজস্ব ফাঁকি ধরা পড়েছে, তবে তদন্তে এ পরিমাণ আরও বাড়তে পারে।


