Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৫ কুড়িগ্রাম-৪ আসনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বড় ভাই আজিজুর রহমান এবং ছোট ভাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান আপন দুই ভাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একে অপরের হয়ে লড়বেন তারা। ফলে দুই ভাইয়ের এ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন এলাকার জনসাধারণ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
জিলা নির্বাচন অফিসের তথ্যমতে, ২৫ কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৩৮হাজার ৪১২জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৬৮হাজার ৭১১জন এবং নারী ভোটার ১লাখ ৬৯হাজার ৬৯২জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৯জন। জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলা নিয়ে আসনটি গঠিত।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। বিএনপি ও জামায়াত উভয় দলেরই শক্তঘাঁটি হিসেবে কুড়িগ্রাম-৪ দীর্ঘদিন ধরে পরিচিত। ফলে দুই ভাইয়ের এ মুখোমুখি লড়াই আসনটিকে জাতীয় পর্যায়ে আলোচিত আসনে পরিণত করেছে।
বিএনপি: রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রুবেল হোসেন, বন্দবেড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি রমিজ উদ্দিন এবং রৌমারী সদর ইউনিয়নের মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়শা বেগম অভিযোগ করেন, কুড়িগ্রাম ৪ আসনে বিএনপি'র প্রার্থী ৯৫বছরের অসুস্থ জনবিচ্ছিন্ন নেতা আজিজুর রহমান। বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশসহ অনতিবিলম্বে আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে বিএনপি ত্যাগী ও আস্থার প্রতীক মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও চলছে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ সমাবেশ। তারা বলছেন এই আসনটিতে নিশ্চিত বিএনপি'র পরাজয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিযোগ করে বলেন, আমার বংশের (৯৫বছর) সবার বড় ভাই আজিজুর রহমান বিএনপি'র মনোনয়ন পেয়েছেন। পরিবারের মধ্যে তিনি রাজনীতির প্রভাব খাটিয়ে একাই বাবার অর্ধেক অংশে জমি অবৈধভাবে জোরপূর্বক ভোগ দখল করে আসছেন এনং হয়েছেন কোটি কোটি টাকার মালিক। আর সেই টাকার জোরে বড় ভাই আজিজুর রহমান মনোনয়ন নিয়ে নির্বাচনী মাঠে আইন অমান্য করে জনগণের মাঝে আতঙ্ক তৈরি করে ও বিভিন্ন বিশৃঙ্খলা করে আসছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের পুত্র মৃদুল বলেন, আমার দাদা আলহাজ্ব মনসুর আহমদের প্রথম পুত্র মো. আজিজুর রহমানের ন্যাশনাল আইডি অনুযায়ী জন্ম ৬জুন ১৯৪৭খ্রি.।বাস্তবে বড় আব্বার বয়স ৯৫বছর এবং তিনি পরপর তিনবার জাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরিবারের মধ্যে তিনি রাজনীতির প্রভাবে দাদার অর্ধেক অংশে জমি অবৈধভাবে জোরপূর্বক ভোগ দখল করে খাচ্ছেন।
কুড়িগ্রাম ৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার বিএনপি'র মনোনয়ন প্রার্থী মো. আজিজুর রহমান বলেন, আপনারা তো সাংবাদিক। আপনাদের তো কোন বিবেক জ্ঞান এসবের কিছুই নেই কারণ আমাকে শেষ বয়সে বিএনপি মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচনে জয়লাভ করতে পারব কিনা এটা আমার বিষয়। আমার ছোট ভাই মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। আমার নির্বাচনী মাঠ নষ্ট করতে অপপ্রচার চালাচ্ছে। আমাকে নিয়ে নাক গলাবেন না। তাহলে কিন্তু সমস্যা হবে এবং পরে সামলাতে পারবেন না।
কুড়িগ্রাম ৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম হোসেনের কন্যা বিএনপির মনোয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি জানান, বিক্ষোভ মিছিল চলছে। ৯৫বছর বয়সী আজিজুর রহমান কে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে। তিনি বিগত ১৭বছরে আন্দোলন সংগ্রামে ছিলেন না। নেতা-কর্মীরাও তার পাশে নেই। জনবিচ্ছিন্ন নেতাকে মনোনয়ন দেয়ায় তৃণমূলের নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ। যে কারণে বিএনপির মনোনিত প্রার্থী আজিজুর রহমানের মনোনয়ন বাতিল করে শহীদ জিয়ার আদর্শের কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন দাবি করেছে। কুড়িগ্রাম-৪ আসনে আমাকে মনোনয়ন দিলে আমি শতভাগ নিশ্চিত এই আসনে বিজয় লাভ করে দলকে কুড়িগ্রাম ৪ আসনটি উপহার দিতে পারবো-ইনশাল্লাহ্।


