lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
Last Updated 2025-11-13T12:52:29Z
ব্রেকিং নিউজ

পঞ্চগড়ে পাট বীজ উৎপাদন কারী ৭৫জন চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Advertisement


 


 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনব্যাপী  পঞ্চগড় সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর পঞ্চগড় এর আয়োজনে উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ(২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে। এ সময় সদর উপজেলার ৭৫ জন পাট চাষি পাট বীজ উৎপাদন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 


পাট বীজ উৎপাদন বিষয়ে বক্তব্য রাখেন  অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পঞ্চগড় মোঃআব্দুল মতিন, অতিরিক্ত উপ পরিচালক উদ্যান খামার বাড়ি পঞ্চগড়, সুজন চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুরন্নবী, পাট উন্নয়ন কর্মকর্তা পঞ্চগড় দিলীপ কুমার মালাকার, উপসহকারী উন্নয়ন কর্মকর্তা পঞ্চগড় সদর পলাশ চন্দ্র বর্মন, প্রমুখ।


এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে পাট বীজ চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং পাট বীজ উৎপাদনে উৎস দিয়েছেন। ভবিষ্যতে যেনো পাট বীজ চাষিরা অধিক পরিমাণে পাট বীজ উৎপাদন ও সংরক্ষণ করতে পারে।