Advertisement
মুহাম্মদ মুছা মিয়া: নরসিংদী জেলায় সেপ্টেম্বর-২০২৫ইং মাসের শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হলেন মাধবদী থানার এসআই ইউসুফ আহম্মেদ। গত ১৫ অক্টোবর নরসিংদী জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এর সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরীতে এই পুরষ্কার প্রদান করা হয়। সেপ্টম্বর মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ নির্বাচিত হন মাধবদী থানার এসআই ইউসুফ আহম্মেদ। এসময় তার হাতে সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও সম্মানী খাম তোলে দেন জেলা পুলিশ সুপার। ভবিষ্যতে যেন পুলিশ অফিসারগণ আরো মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা বৃদ্ধি করতে পারে সেজন্য উৎসাহমূলক এই পুরষ্কার প্রদান করে পুলিশ বিভাগ। এসময় অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।