lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-16T14:38:00Z
ব্রেকিং নিউজ

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে টাকা ফেরত দিচ্ছে মাদারগঞ্জের শতদল সমবায় সমিতি

Advertisement


 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে আলোচিত শতদল বহুমুখী সমবায় সমিতি অবশেষে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে।

দীর্ঘ দুই বছরের আন্দোলন, মানববন্ধন ও ইউএনও অফিস ও থানা ঘেরাওয়ের পর এই ফেরত কার্যক্রম শুরু হওয়ায় ক্ষতিগ্রস্তদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তির হাসি।জানা গেছে, বালিজুড়ী বাজারের একটি জমি বিক্রির মাধ্যমে পুনরায় চালু হয়েছে সমিতির কার্যক্রম। এতে জমি বিক্রির সময় সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ,অর্থ উদ্ধার আন্দোলন কমিটির সমন্বয়কারী শিবলুল বারী রাজু। প্রথম ধাপে কিছু গ্রাহকের হাতে ফিরছে তাদের বহু প্রতীক্ষিত টাকার অংশ। মাদারগঞ্জে গত কয়েক বছরে গড়ে ওঠে ২৩টি সমবায় সমিতি। নামেমাত্র সমবায় হলেও তারা ব্যাংকিং কার্যক্রম চালাত এবং উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করত। এই ২৩টি সমবায় প্রতিষ্ঠান প্রায় ৩০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় এক হাজার কোটি টাকা আমানত নিয়ে দুই বছর আগে হঠাৎ উধাও হয়ে যায়।

এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শতদল বহুমুখী সমবায় সমিতি। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর তারাই প্রথম প্রতিষ্ঠান হিসেবে টাকা ফেরতের কার্যক্রম শুরু করেছে।দীর্ঘ প্রতীক্ষার পর টাকা ফেরত পেয়ে আনন্দে চোখে পানি এসেছে অনেকের।শতদল সমিতির কর্তৃপক্ষ জানান।

“আমরা ধাপে ধাপে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছি। বালিজুড়ী বাজারের একটি জমি বিক্রি করে প্রথম দফায় ফেরত কার্যক্রম শুরু হয়েছে। বড় গ্রাহকদের ক্ষেত্রেও ধীরে ধীরে টাকা ফেরত দেওয়া হবে।”তিনি আরও বলেন, “আমরা চাই না কেউ আর প্রতারিত হোক।