lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-14T10:38:42Z
অগ্নিকান্ড

কাশিনাথপুরে খান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

Advertisement


 


আলমগীর হুসাইন অর্থ:

পাবনার সাঁথিয়া উপজেলার  কাশিনাথপুর খান মার্কেটে অবস্থিত খান ক্যাফে রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ১৪ অক্টোবর)  বেলা ১১টার দিকে এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের প্রায় ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেন রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ।


 আগুনের তীব্রতায় দোকানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি হলেও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর লাইনম্যানের অদক্ষতা ও অসাবধানতার কারণে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেন মার্কেট কর্তৃপক্ষ ও স্থানীয়রা। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ খান ক্যাফে রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম খানের সাথে যোগাযোগের রকরা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। 


কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,  ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ সংযোগের ত্রুটিতেই এই দুর্ঘটনা ঘটেছে।এখনো ক্ষতির পরিমাণ  জানা যায়নি।