Advertisement
মোঃ আরিফুল ইসলাম , শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ফসলের জমিতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর তিনানিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রশিদ ওই গ্রামের সামজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজের চাষকৃত ফসলের জমিতে সেচের পানি দিতে যান আব্দুর রশিদ। এ সময় সেচ ঘরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. সোবহান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কৃষক আব্দুর রশিদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।