Advertisement
মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী) প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে মনপুরা গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান "এমজি মেশিনারীজ" এর শো-রুম উদ্বোধন হয়েছে। আজ ১৪ অক্টোবর সন্ধ্যায় মাধবদী নওপাড়ায় এই শো-রুম উদ্বোধন হয়। এই উপলক্ষে কোম্পানীটি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের উপস্থিতিতে কোম্পানীর মেশিনারীজ প্রদর্শন, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন মনপুরা গ্রæপের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, নওপাড়ার বিশিষ্ট্য শিল্পপতি নাছিমুল হক তাশরীক, মাধবদী থানা সেচ্ছাসেবকদলের আহŸায়ক আব্দুল্লাহ রাজিব , নওপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান সায়েম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মুহাম্মদ মুছা মিয়া, ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন, মোঃ কামরুজ্জামানপ্রমূখ। উল্লেখযোগ্য যে কোম্পানীর এই শো-রুমে মনপুরা গ্রæপের সহযোগী প্রতিষ্ঠান "এমজি মেশিনারীজ" এর এমব্রয়ডারী মেশিন, ফাইবার লেজার কাটিং মেশিন, সিএনসি রাউটার মেশিন, ফাইবার লেজার মার্কিন মেশিন, টঠ মার্কিন মেশিন, টঠ প্রিন্টার মেশিন, সাবলিমেশন প্রিন্টার মেশিন, ইকো সলভেন্ট প্রিন্টার মেশিনসহ অন্যান্য মেশিন পাওয়া যাবে।