Advertisement
নিজস্ব প্রতিবেদক:
সাঁথিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান অভিযোগ উঠেছে প্রভাবশালী এক পরিবারের বিরুদ্ধে। এতে ভীতসন্ত্রস্ত হয়ে সাঁথিয়া থানায় লিখিত দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার পক্ষ থেকে।
জানা যায়, তেতুলিয়া পুরানপাড়া গ্রামের দেলোয়ার দের সাথে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝামেলা চলছে প্রতিবেশী গোলাম মোস্তফা দের। এ নিয়ে অনেক দেন-দরবার সংঘটিত হলেও সীমানা প্রাচীর ভাঙ্গেনি মাহাতাব'রা। সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার কথা বলায় দেলোয়ারের পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।
ভুক্তভোগী দেলোয়ার বলেন, গোলাম মোস্তফা 'রা আওয়ামিলীগের রাজনৈতিতে সক্রিয় থাকায় দীর্ঘ ১৬ বছর নানা ভাবে আমাদের নির্যাতন করেছে।দেশ থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিদায় ঘটলেও তারা এখনও দাপট দেখিয়ে আসছে। তাদের দাপটে আমার পরিবার দিশেহারা।
আইন শৃঙ্খলা বাহিনীর নিকট অভিযুক্তদের দৃষ্টান্ত মুলক শাস্তি ও সীমানা প্রাচীর অবমুক্ত করে নিজেদের জমি বুঝে পেতে প্রয়োজনীয় সহায়তা চান তিনি।
এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।