lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
Last Updated 2025-12-02T14:46:28Z
আইন ও অপরাধ

পাবনা'য় রেল ভবনে জুয়ার আসর: যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার -০৭

Advertisement


 


আলমগীর হুসাইন অর্থ:

পাবনার জেলার সাঁথিয়া উপজেলাধীন রাজাপুর রেল স্টেশনের একটি ভবনে জুয়ার আসর চলাকালীন সময়ে যৌথ বাহিনীর অভিযানে ৭ জন গ্রেফতারের ঘটনা ঘটেছে।এসময় তাদের নিকট থেকে নগদ দুই লাখ চার হাজার চারশত সাতান্ন টাকা, বেশ কয়েকটি মোবাইল সেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে যৌথ বাহিনী। সরকারি প্রতিষ্ঠানে জুয়ার আসর পরিচালনার খবরে এলাকায় গভীর সমালোচনার সৃষ্টি হয়েছে। গ্রেফতারকৃত ০৭ জন জুয়ারি কে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করেছে সাঁথিয়া থানা পুলিশ। 


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজাপুর রেল স্টেশনের গেটম্যানদের থাকার ভবনের একটি রুমে জুয়া খেলা অবস্থায় ০৭ জনকে গ্রেফতার করেছে সাঁথিয়া থানা পুলিশ ও সাঁথিয়া সেনা ক্যাম্পের কর্মকর্তা বৃন্দ।


গ্রেফতারকৃত জুয়াড়ি'রা হলো: ১.মে: সাইফুল (৪৮), পিতা: মৃত-তায়জাল প্রামাণিক, ২.গোলাম মোস্তফা (৪৩), পিতা: মৃত- মোসলেম উদ্দিন, ৩.মুকুল শেখ (৪৭),পিতা: আকবার শেখ, সর্ব সাং-রাজাপুর, ৪.হেলাল উদ্দিন (৩৫), পিতা: আব্দুল গফুর, সাং- হাসানপুর, সর্ব থানা-সাঁথিয়া, ৫.কামাল হোসেন (৩৭), পিতা: মৃত-কোরবান আলী শেখ, সাং- তেবিলা আদমপাড়া, ৬. মো: আ: রশিদ (৫২),পিতা : মৃত আব্দুর শুকুর, সাং-চরদুলাই, ৭. ফজলুল হক (৪৬), পিতা: মৃত- আব্দুল গফুর, সাং- আন্ধারকোটা, সর্ব থানা- সুজানগর, সর্ব জেলা -পাবনা।


এবিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন,জুয়া খেলা অবস্থায় ০৭ জনকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


এবিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক লিয়াকত শরিফ খান,পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু ও পাকশী কমাডেন্ট রেজওয়ান -উর - রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তারা কেউই ফোন ধরেন নি।