lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-03T09:37:17Z
ট্রেন দুর্ঘটনা

পাবনা'য় সময়ের আগেই ছাড়লো ট্রেন : দ্রুত নামতে গিয়ে হাত কাটা পড়লো যাত্রীর

Advertisement


 

আলমগীর হুসাইন অর্থ:

ট্রেন ছেড়ে গেল সময়ের আগেই, দ্রুত নামতে গিয়ে হাত কাটা পড়লো যাত্রী সুফিয়ার।ট্রেন থেকে তখনো যাত্রীদের ওঠানামা শেষ হয়নি।এরই মধ্যে ট্রেন টি চলতে শুরু করে। এতে তাড়াহুড়া করে নামতে গিয়ে সুফিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ পড়ে গেলে ট্রেনে তার হাত কাটা পড়ে। এ ঘটনায় যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।


 শুক্রবার (৩ অক্টোবর) সকাল প্রায় ১০ টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রিজ রেলস্টেশনে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে। সুফিয়া বেগম পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া গ্রামের সেনা সদস্য মাসুদ রানার স্ত্রী।


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রায় ৩০ মিনিট দেরিতে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে পৌঁছায়। স্টেশনে দুই থেকে তিন মিনিট ট্রেনের বিরতি দেওয়ার কথা ছিল।


কিন্তু এদিন ট্রেনটি নির্দিষ্ট সময় অপেক্ষা না করে দ্রুত রওনা দেয়। এ কারণে ট্রেন থেকে যাত্রীরা তাড়াহুড়া করে নামতে চেষ্টা করে। এ সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে সুফিয়া বেগম ট্রেনের নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও তার হাত কাটা পড়ে ট্রেনের চাকায়।এরপর স্টেশনের লোকজন দ্রুত ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে অন্যত্র চিকিৎসার জন্য প্রেরণ করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে নির্দিষ্ট সময় ট্রেন বিরতি দেয়নি। এতে তড়িঘড়ি করে ট্রেন ছেড়ে দেওয়ার কারণে যাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে দুর্ঘটনার শিকার হন ওই নারী। এ বিষয়ে স্টেশনমাস্টার আল-মামুন কে অভিযোগ করা হলে তিনি ঊর্ধ্বতন দপ্তরে বিষয়টি অবহিত করেন।


 স্টেশনমাস্টার আল-মামুন বলেন, ‘স্টেশনে সিগন্যাল নেই। তাই ট্রেনের চালক ও সংশ্লিষ্ট অন্যদের নিজ দায়িত্বে ট্রেন বিরতির পরে রওনা দিতে হয়। আমি টিকিট বিক্রি করাতে ব্যস্ত ছিলাম। তাই ট্রেনের বিরতির সময়ের বিষয় জানা নেই। তবে ট্রেন ছেড়ে দেওয়ার পরে নামতে গিয়ে ওই নারীর হাত কাটা পড়েছে।’