Advertisement
মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাংলাদেশ আনসার ও ভিডিপির লোগাং ইউনিয়ন দলনেতা মোঃ জসিম উদ্দিন সমাজসেবার মাধ্যমে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তিনি নিজ উদ্যোগ ও ব্যক্তিগত খরচে ২নং চেঙ্গি ইউনিয়ন থেকে ১নং লোগাং ইউনিয়নে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি সাকু নির্মাণ করে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছেন।
দীর্ঘদিন ধরে চেঙ্গী নদীর পানির কারণে ওই এলাকার শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো। বিশেষ করে বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে শিশুদের স্কুলে যাওয়া, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং রোগীদের হাসপাতালে নেওয়া ছিল অত্যন্ত কষ্টকর। স্থানীয়রা জানান, একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঝুঁকি – দুই মিলিয়ে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো তাদের।
এই পরিস্থিতির উন্নয়নে নিজের অর্থায়নে সাকু নির্মাণের উদ্যোগ নেন আনসার নেতা মোঃ জসিম উদ্দিন। একই ইউনিয়নের আনসার কোম্পানি কমান্ডার জমীর উদ্দিন এ কাজে তার সহযোগিতা করেন। সাকু নির্মাণ সম্পন্ন হওয়ার পর এখন দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ সহজ হয়েছে, স্কুলে যাওয়া-আসা নিরাপদ হয়েছে এবং কৃষি ও ব্যবসায়িক কার্যক্রমও বেড়েছে।
স্থানীয় বাসিন্দা তনয় চাকমা বলেন, “আগে শিশুদের স্কুলে পাঠাতে ভয় পেতাম। এখন আর কোনো ঝুঁকি নেই। আমরা সবাই জসিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।”
শুধু সাকু নির্মাণ নয়, মোঃ জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজসেবায় যুক্ত আছেন। তিনি অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ান, শীতবস্ত্র বিতরণ করেন, কৃষকদের সহায়তা করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছেন। একজন কৃষক হিসেবেও তিনি সমাজে আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
এছাড়া, সম্প্রতি গত ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে তিনি লোগাং বাজার নুরানী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছেন। তার হাতে এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মোঃ জসিম উদ্দিনের এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড বাংলাদেশ আনসার ও ভিডিপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এলাকাবাসীর মতে, তার মতো নিবেদিতপ্রাণ মানুষদের কারণেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে।
উল্লেখ্য, মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া এই ভিডিপি দল নেতার কর্মকাণ্ড স্থানীয় সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তার উদ্যোগ শুধু অবকাঠামো উন্নয়নেই নয়, মানবিক মূল্যবোধ গঠনে বড় ভূমিকা রাখছে।