lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
Last Updated 2025-10-06T09:58:33Z
ব্রেকিং নিউজ

দেবীগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে গ্ৰাহকদের মানববন্ধন

Advertisement


 

সজীব উদ্দীন,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ- এই দুই সংগঠনের পৃথক ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।


মানববন্ধনে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান ও রুহুল আমিন। বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের পক্ষে বক্তব্য দেন ওয়াসিস আলম, মো. রুমন ইসলাম ও বাপ্পী আহসান রাব্বী প্রমুখ।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে অবৈধভাবে চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি এসেছেন শুধুমাত্র পটিয়া উপজেলা থেকে। দেশের ৬৩ জেলার প্রার্থীদের উপেক্ষা করে এক জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা মন্তব্য করেন।


বক্তারা আরও বলেন, এসব নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, পেশাগত সেবায় অদক্ষ এবং আঞ্চলিক ভাষায় কথা বলায় যোগাযোগে সমস্যা সৃষ্টি হচ্ছে। তারা সতর্ক করে বলেন, এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবে।


মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে যোগ্য ও মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান।