lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৬ আগস্ট, ২০২৫
Last Updated 2025-08-06T13:17:32Z
ব্রেকিং নিউজ

মৌলভীবাজার থানার অভিযানে চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আটক

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে এক জনকে আটক করা হয়েছে। 

পুলিশ জানায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) হিরণ কুমার বিশ্বাস, উপপরিদর্শক (এসআই) জয়ন্ত সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) রানা মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে। তদন্তকারী দল গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ৫ আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার এবং ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুমকে (৪৫) আটক করা হয়। উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। 

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, 'এই ঘটনায় বাদীর মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি। চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'