Advertisement
নিজস্ব প্রতিবেদক:
'পাবনা জেলা পুলিশ সুপার মোরতােজা আলী খাঁনের নির্দেশে শহীদ জাহিদ ও নিলয়ের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সার্বিকভাবে কাজ করছে প্রশাসন' এমন মন্তব্য করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম।
সোমবার (৪ আগষ্ট) সকালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, ২০২৪ সালের ৪ আগষ্ট পাবনায় বিগত সরকারের ফ্যাসিস্ট খুনিদের হাতে নিহত শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। ছাত্র হত্যা মামলার আসামিদের মধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে। এছাড়াও আসামীদের অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ করছে পাবনা প্রশাসন। হত্যার মাস্টারমাইন্ডদের অধিকাংশ দেশের বাইরে পলাতক রয়েছে। দেশে অবস্থানরত আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
শহীদ জাহিদ ও নিলয়ের পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পাবনা প্রশাসন। এছাড়াও ফ্যাসিস্টদের যেকোন প্রকার নাশকতা ঠেকাতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পাবনায় কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও শহীদ পরিবারের উপর কোন ভয়-ভীতি হুমকি বরদাস্ত করবে না পাবনা প্রশাসনের অধীনস্হ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।