Advertisement
মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর বাজারের পূর্ব পাশের সড়কটি পাকা করনের দাবিতে স্থানীয়দের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৭ শে জুলাই ২০২৫ রবিবার) দুপুরে এই মানববন্ধন টি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে এই সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে পড়ে আছে। স্থানীয়রা আরো জানান এই সড়কটি দিয়ে যেতে হয় একটি কমিউনিটি ক্লিনিকে, এছাড়াও সড়কের পাশে অবস্থিত দুই-দুইটি বিদ্যালয়। যেখানে কোমলমতি শিশুরা প্রতিনিয়ত বিদ্যালয় যাতায়াত করে। এবং এই সড়ক দিয়ে চলাচল করেন বেশ কয়েকটি গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি এই সড়কের জন্য বারবার বরাদ্দ আসে কিন্তু কিছু অসাধু ব্যক্তির কারণে এই সড়কের কাজের ব্যাঘাত ঘটে। কমলাপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণের দাবি বর্তমান সরকারের কাছে অতি দ্রুত সড়কটি যেন পাকা করনের ব্যবস্থা করে দেন।