lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-14T02:59:51Z
আইন ও অপরাধ

যশোরে ১১ টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক

Advertisement


 


বেনাপোল প্রতিনিধিঃ


যশোরের ধলগাঁ রাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ টি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি



রবিবার ভোর ৪ টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর বাঘারপাড়া থানা এলাকা ধলগাঁ বাসস্ট্যান্ড  থেকে


৩ জন আসামীসহ ১.৩১৫ কেজি ওজনের ১১  টি স্বর্ণের বার, ও ৩টি মোবাইল আটক করে। 



আটককৃত হলেন:  আতা এলাহি জীবন ব্রাহ্মণবাড়িয়া জেলার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে,আবুল কালাম আজাদ গাজীপুর জেলার পূর্ব বাগবাড়ী গ্রামের আহমদ আলীর ছেলে,  শ্রী রামপ্রসাদ মন্ডল বগুড়া জেলার শেরপুর রানির হাট গ্রামের সুচিত্র লাল মন্ডল ছেলে 



আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৯২ লক্ষ ২৭, হাজার ৯০০নয়শত টাকা ও ৩টি মোবাইল এর মূল্য ৬৬,০০০ হাজার  টাকা।



আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।



এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।