Advertisement
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপরের সালথায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা মাধ্যমিক অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় ২০২২-২৩ শিক্ষা বর্ষের ৩১জন শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১১জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদ ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষালের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শিক্ষা ভবনের পিসিইউ, এসইডিপি, সহযোগী অধ্যাপক ও গবেষণা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, সহকারী প্রোগ্রামার আইসিটি টিপু সুলতান প্রমুখ।