lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৬ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-06T07:25:44Z
আইন ও অপরাধ

পঞ্চগড়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জাহিরুল গ্রেফতার

Advertisement


 


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় ৮ নং ধাক্কামারা ইউনিয়নের টেংগনমারী এলাকা থেকে ওয়ারেন্টের কুখ্যাত পলাতক আসামি শিকারপুর গ্রামের মৃত মনির হোসেনের পুত্র জাহিরুল (২৮),  শুক্রবার রাত ১ টার সময় টেংগনমারী  এলাকায় প্রবেশ করতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সন্দেহ হয় পরে  তাকে আটক করে পুলিশে সোপথ করে।



জানা'যায় জাহিরুল, বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। গত এক বছর পূর্বে টেংগনমারী এলাকায় তার নানান অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাহিরুল এর বিরুদ্ধে পঞ্চগড় আদালতে একটি নারী শিশু ও মারামারি মামলা হয়। ওই মামলায় জাহিরুল, গ্রেপ্তার হলেও যামিনে বেরিয়ে এসে আবারো আগের ন্যায় বিভিন্ন অপকর্ম করতে থাকে।



পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এখন আবার রাতের আঁধারে এলাকায় প্রবেশ করে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করলে এলাকাবাসী ও ইউপি সদস্য তাকে আটক করে পুলিশে দেয়। 

এলাকাবাসীর দাবি জাহিরুল এর যেন দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হয়। 



বিশেষ সূত্রে জানা'যায় জাহিরুল এর সাথে এলাকার কয়েকজন কুচক্রী ব্যক্তির সুসম্পর্ক রয়েছে। তাদের ইন্দনে সে এলাকায় ঢুকে এসব অসামাজিক কার্যকলাপ চালায়। জাহিরুল ধাক্কামারা টেংগনমারী এলাকার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা হিসেবে বসবাস করছিল।