lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ৬ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-06T07:22:39Z
ব্রেকিং নিউজ

ওয়াকফ প্রশাসক কর্তৃক খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা পরিদর্শন

Advertisement


 


নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:

বাংলাদেশ ওয়াকপ প্রশাসক কর্তৃক ওয়াকপ স্টেট খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা পরিদর্শন ও ওয়াকফ স্টেট কমিটির সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।


৪ ই জুলাই (শুক্রবার) দুপুর ১২ টায় ঢাকা থেকে ওয়াকপ স্টেট খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসা ও আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা পরিদর্শনে আসেন বাংলাদেশ ওয়াকপ প্রশাসক নুর-ই- আলম, এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার ওয়াকফ হিসাব নিরীক্ষক আল আমিন, স্থানীয় পুলিশ প্রশাসন, ওয়াকফ স্টেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সাহেদ খান, অত্র মাদ্রাসার মোতয়াল্লি মুফতি হোসাইন আহমেদ'সহ কমিটির সকল সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।


উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সকলের কাছে ওয়াকপ প্রশাসক নুর-ই- আলম অত্র মাদ্রাসা সম্পর্কে সকল বিষয়ে জানতে চান। এতে মাদ্রাসার পূর্ববর্তী সময়ে বিভিন্ন অনিয়ম ও লুটপাট এর বিষয়ে ওয়াকপ প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ দেন। পাশাপাশি আইনগত পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ওয়াকাপ প্রশাসকের কার্যালয় অত্র মাদ্রাসার ওয়াকপ কমিটিকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি জানান। এসময় তিনি দ্রুততম সময়ের মধ্যে আইনগত পদক্ষেপ নেয়ার জন্য পরামর্শ দেন। ওয়াকপ প্রশাসক নুর-ই- আলম আরো বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবাইকে অত্র মাদ্রাসায় উদার মনে আত্মনিয়োগ করতে হবে তবেই সাফল্য আসবে বলে বিশেষভাবে উল্লেখ করেন।