lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
Last Updated 2023-01-01T05:32:31Z
অপরাধ

হুগলি বিস্কুট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম হোসেনকে শ্রমিক নেতা কর্তৃক জীবন নাশের হুমকি

Advertisement



 মোঃ মিজানুর রহমান, খুলনা প্রতিনিধিঃ-শ্রমিকদের বকেয়া ৮০ লক্ষ  টাকা প্রদান করলেও সিংহ ভাগ টাকা আত্মসাৎ করেছে শ্রমিক ইউনিয়নের সভাপতি। খুলনার বিসিক শিল্প  নগরীতে অবস্থিত হুগলি বিস্কুট কোম্পানি স্বাধীনতা উত্তর আলহাজ্ব শামীম আক্তার মুন্না চালু করেন। সেই থেকে দেশ-বিদেশে সুনামের সাথে প্রতিষ্ঠানটি বেকারী সামগ্রী সহ ওয়ার্ল্ড ফুডের শিশু খাদ্য দক্ষতার সাথে সরবরাহ করে আসছে। ২০২০ সালে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ হয়ে যায় শান্তি বন্ধ হওয়ার পর হুগলি বিস্কুট কোম্পানির চেয়ারম্যান শামীমা আক্তার মুন্না সকাল মৃত্যুবরণ করেন। তারপরে উনার স্ত্রী হুগলি বিস্কুট কোম্পানি পরিচালনার উদ্যোগ গ্রহণ করলে প্রতিষ্ঠানটির সি বি এর সভাপতিসহ হাতেগোনা কয়েকজন শ্রমিক নেতা শ্রমিকদের বকেয়া পাওনার দাবিতে শামীমা আক্তার মুন্নার স্ত্রীর উপর পাওনা পরিশোধের দাবিতে চাপ সৃষ্টি করতে থাকেন এর মত অবস্থায় কোন উপায় তো না পেয়ে তিনি সিবি  এর সভাপতি কাজী  মুস্তাফিজুর রহমানের মাধ্যমে ৮০ লক্ষ টাকা প্রদান করেন বলে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম হোসেন জানান তিনি আরো বলেন বিকাশের মাধ্যমে শামিমা আক্তার মুন্নার স্ত্রী নিকট থেকে কাজী মুস্তাফিজ ১০ লক্ষ টাকার উপরে শ্রমিকদের পাওনা পরিষদের কথা বলে হাতিয়ে নেয়। আরও বলেন অধিকাংশ টাকায় কাজী মোস্তাফিজ আত্মসাৎ করেছেন। তিনি আরো জানান হুগলি বিস্কুট কোম্পানির ব্যবস্থাপক আব্দুস সালাম সহ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এই প্রতিষ্ঠানটি বন্ধুর পিছনে জড়িত। 


বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম হোসেন বলেন প্রতিষ্ঠানটি চালু হলে পর্যায়ক্রমে শ্রমিকদের চলতি বিলের সাথে বকেয়া মজুরি পরিশোধ করা হবে তিনি প্রতিষ্ঠান চালুর জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।