lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ৭ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-07T13:12:32Z
আইন ও অপরাধ

"গঙ্গাচড়ায় নারীকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ"

Advertisement


 


 রংপুর (গঙ্গাচড়া) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায়  তমা রানী (২৩) নামে এক নারীকে বিষ প্রয়োগ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৭ জুলাই) সকালে গঙ্গাচড়া মডেল থানায় নিহতের বাবা দীজেন্দ্র চন্দ্র সরকার হত্যা মামলা দায়ের করেছে। এতে তমা রানীর শ্বশুরবাড়ির ৭ ব্যক্তিকে আসামী করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন, গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।



স্থানীয়রা জানান, গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের মনকষা গ্রামের বাসিন্দা রতনের সাথে বিয়ে হয় তমা রানীর। বিয়ের পর থেকে তমা রানীর স্বামী রতনের সাথে দেবর কমলের দ্বন্দ্ব দেখা যায়। প্রায় তিন মাস আগে এক সড়ক দূর্ঘটনায় তমার স্বামী রতন মারা যায়। এরপর তমার সাথে দেবর কমলের প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। স্বামীর মৃত্যুর পর সোমবার (৭ জুলাই) তমার নামে ৩০ শতক জমি শ্বশুরবাড়ির পক্ষ থেকে লিখে দেওয়ার কথা ছিল। রবিবার রাত ১০টার দিকে তমার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 



তমার বাবা দীজেন্দ্র চন্দ্র সরকার বলেন, স্বামীর ভাগের জমি লিখে না দেওয়ার জন্য আমার মেয়েকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।



গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, পুলিশ তমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।