lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-14T03:10:13Z
আইন ও অপরাধ

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে

Advertisement


 


ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তরুণ শিল্প উদ্যোক্তা ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমানের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় (মামলা নম্বর ৩৭৩/২০২৪ইং (শ্রী.) শেখ জসিম উদ্দিন (৩৫)-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার ২ নম্বর আমলী আদালতের বিজ্ঞ বিচারক। রবিবার (১৩ জুলাই) সকালে সে বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। শেখ জসিম উদ্দিন শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও গ্রামের শেখ মো. জিতু মিয়ার পুত্র।

জানা যায়, প্রবাসী মো. হাফিজুর রহমানের দায়েরকৃত চাঁদাবাজির মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করে মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সভাতা পেয়ে তারা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

মামলার এজাহার ও পিবিআই তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ফ্রান্স প্রবাসী মো. হাফিজুর রহমান ষাড়েরগজ মৌজায় বাউন্ডারী ওয়াল দিয়ে তার ফার্মের কাজ শুরু করেন। উক্ত ফার্মের দায়িত্ব প্রদান করা হয় তার বড় ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফরকে। ফার্মে শ্রমিকরা কাজ করতে গেলে শেখ জসিম উদ্দিন বাঁধা সৃষ্টি করে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। তিনি দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি দেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামরা দায়ের করেন। আদালত মামলাটি  তদন্তের জন্য পিবিআই, মৌলভীবাজারকে নির্দেশ প্রদান করেন। ফার্মে কাজ করতে হলে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমল গ্রহণকারী মৌলভীবাজার, আদালতে শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় রবিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দশ দেন।