lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
সোমবার, ১৪ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-14T03:19:57Z
ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

Advertisement


 



রেজাউল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় 'জিংক গম ও জিংক ধান' শীর্ষক "স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে।  



রবিবার (১৩ জুলাই) ইএসডিওর আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নারগুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়। 



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম।



এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ বক্তব্য দেন। এখানে ১০০জন ছাত্রী ও ১২ জন শিক্ষক উপস্থিত ছিলেন। 



জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।