Advertisement
নুরুল করিম (মহেশখালী) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়।
২০২২-২৩ শিক্ষাবর্ষের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাবোর্ড কর্তৃক স্বীকৃত ৩৩ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান
২৯ শে জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় মহেশখালী উপজেলা টিডিসি হলরুমে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে মহেশখালী কলেজ সাবেক অধ্যাপক আশীষ চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হেদায়েত উল্যাহ্।
স্বাগত বক্তব্য রাখেন-মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। বক্তব্য রাখেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল আলম, বড় মহেশখালী সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মকছুদুর রহমান, বড় মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম, অফসোর হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ছোট মহেশখালী তৈয়্যবিয়া মাদ্রাসার সুপার মোঃ ছিদ্দিক আযাদ, ছোট মহেশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রমুখ।
অনুষ্ঠান শেষে এস,এস,সি-১২ জন, এস,এস,সি (ভোকেশনাল)-২ জন, দাখিল-২ জন মোট ১৬ জন কৃতিমান ছাত্রছাত্রীদেরকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও সরকারীভাবে স্ব-স্ব একাউন্ট জনপ্রতি ১০ হাজার করে টাকা প্রদান করেছেন।
এইচ,এস,সি-১২ জন, এইচ,এস,সি (বিএম)-২ জন, আলিম-৩ জন মোট ১৭ জন কৃতিমান ছাত্রছাত্রীদেরকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও সরকারীভাবে স্ব-স্ব একাউন্ট জনপ্রতি ২৫ হাজার করে টাকা প্রদান করেছেন।