Advertisement
মৌলভীবাজার প্রতিবেদক:
মৌলভীবাজার ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় প্রতীকী ম্যারাথনটি উদ্বোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. বুলবুল আহমেদ।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে প্রতীকী ম্যারাথনটি শুরু হয়ে শহরের কোর্ট রোড, পানি উন্নয়ন বোর্ড ভবন হয়ে পৌর মেয়র চত্বরের সামনে এসে শেষ হয়। প্রতীকী ম্যারাথনে জেলার জুলাই যুদ্ধা, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।