lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-30T18:03:13Z
সড়ক দুর্ঘটনা

কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কা:কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপারের মৃত্যু

Advertisement


 


মৌলভীবাজার প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বধ্যভূমি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জয়ন্ত কুমার চক্রবর্তী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার। তার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। এই ঘটনায় সিপার উদ্দিন নামে আরেকজন আহত হয়েছেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নিহত জয়ন্ত ও সিপার উদ্দিন মোটরসাইকেল নিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল আসছিলেন৷ বধ্যভূমির সামনে আসামাত্র দাড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় দ্রুতগতির মোটরসাইকেলটি। সেখানে দুজন রাস্তায় ছিটকে পড়লে স্থানীয়রা তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালে আছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।