lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-31T07:04:40Z
ব্রেকিং নিউজ

সেপটিক ট্যাংকি থেকে মানিব্যাগ ওঠাতে গিয়ে এক ভাই নিহত, অপর ভাই গুরুতর আহত

Advertisement


 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার:

বাড়ির পুরনো ল্যাট্রিনে অসর্তকতাবশত মানিব্যাগ পরে যায় সোহেল মিয়া (২৪) নামের এক যুবকের। সেটি উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। ভাইকে বাঁচাতে ওই ট্যাংকিতে নেমে গুরুতর আহত হয়েছেন তার আপন ছোট ভাই ইমন আহমদ (২২)। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ জুলাই) রাকে আনুমানিক সাড়ে ৯টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রত্যন্ত গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে। 

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজমিস্ত্রী সোহেল মিয়ার মানিব্যাগ অসর্তকতা বশত তার বাড়ির পাশের পুরনো ল্যাট্রিনে পড়ে গেলে সোহেল তা তুলতে ট্যাংকিতে নামলে গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি দেখে তার ছোট ভাই ইমন আহমদ ভাইকে বাঁচাতে ট্যাংকিতে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হন। স্থানীয়রা বহু চেষ্টা করেও তাঁদের উদ্ধার করতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন অনেক চেষ্টার পর এলাকাবাসীর সহযোগিতায় দুই ভাইকে ট্যাংকি থেকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। ইমন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের জুড়ী ইউনিটের ইনচার্জ সাব অফিসার এস এম শামীম বলেন, "সেফটি ট্যাংকে বিষাক্ত গ্যাস জমে ছিল। উপযুক্ত যন্ত্রপাতি ছাড়া নামলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে। আমরা প্রায় ৪০ মিনিট চেষ্টা করে দুই ভাইকে উদ্ধার করি।"

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অসিত দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা দুই জনকে নিয়ে আসলে একজনকে মৃত পাই। অপরজন গুরুতর আহত হয়েছেন।"