lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
Last Updated 2025-07-01T03:07:27Z
সড়ক দুর্ঘটনা

এতিমখানায় ছাগল দান করে বাড়ি ফেরা হলোনা আমিনুলের

Advertisement

 



সালাম মুর্শেদী,(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এতিমখানায় ছাগল দান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৬০) নামের একজন নিহত হয়েছেন। আমিরুল ইসলাম উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া গ্রামের মাছোয়ার পাড়ার মৃত রাইতুর ছেলে। 



সোমবার (৩০জুন) দুপুরে ভাতিজা মিজানুরের সাথে মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায় আমিনুল ইসলাম। 



ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য তোজাক্কারুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমিনুল ইসলাম তার ভাতিজা মিজানুরকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসায় ছাগল দান করতে যান। মোটরসাইকেল করে বাসায় ফেরার পথে চোরপাড়া পাড় হয়ে মালিগাও গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ একটি গাছের সাথে ধাক্কা খায়। পরে তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারা তাকে মৃত ঘোষণা করেন। 



আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির জানান, আমিনুল ইসলাম নামের ওই ব্যাক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা নিরীক্ষা কে দেখা যায় হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।